
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার সকাল ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। তাঁর আগমনকে কেন্দ্র করে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এর আগে লন্ডন থেকে আসা বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ১০টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান। শাশুড়িকে চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার উদ্দেশ্যে তিনি ঢাকায় এসেছেন। তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, সবকিছু স্বাভাবিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী রোববার তাঁকে লন্ডনে নেয়া হতে পারে।
১৩ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থার কারণে সারাদেশে উদ্বেগ তৈরি হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা দেখভাল করছে। সূত্র অনুযায়ী, ফুসফুসের সংক্রমণ ও হৃদ্যন্ত্রের জটিলতা কিছুটা কমেছে, তবে অন্যান্য সমস্যা এখনও অপরিবর্তিত।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেয়া হয়।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশের মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনারও আহ্বান জানিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকারও একইভাবে সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com