
ষ্টাফ রিপোর্টার\ সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অভিযানে ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গত শনিবার (৮ই নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান।
৬০ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল শনিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপসহ ১ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি, থ্রি-পিস ও শাল চাদর জব্দ করেছে। জব্দকৃত ভারতীয় পণ্যগুলো কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com