নিজস্ব প্রতিনিধি\ কুমিলায় বিপুল পরিমাণের গাঁজা পাচারের সময় ২ নারীসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গত শনিবার (২৮শে জুন) কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই মাদক কারবারিদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলেন- নরসিংদী জেলার রায়পুর উপজেলার কাছারকান্দি গ্রামের হযরত মিয়ার মেয়ে বিলকিছ (২৮), একই গ্রামের মৃত বাদশা মিার মেয়ে আয়েশা বেগম (৪২), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে গিয়াস উদ্দীন (২৮) এবং একই উপজেলার একলাছপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল খালেক (২৯)।
গত শনিবার বিকেলে কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com