ষ্টাফ রিপোর্টারঃ লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের হাজী আলতাফ আলী সাহেবের সেজো ছেলে, ফেমাস রাবার ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর লাকসাম উপজেলা আওয়ামী লীগের একসময়কার আলোচিত রাজনৈতিক নেতা আলহাজ্ব মাহবুবুল আলম (৬৭) দীর্ঘদিন অসুস্থতা থাকার পর আজ শুক্রবার (২৯শে আগস্ট) দুপুর ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ভাই, স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাত ৯টায় নিজ গ্রাম সুখতলায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তারপর তাকে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত কয়েকমাস আগে তাঁর মেজো ভাই আজগরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল আলম ইন্তেকাল করেন।
এদিকে, আলহাজ্ব মাহবুবুর রহমানের মৃত্যুতে তারই ভাগিনী জামাই বিশিষ্ট শিল্পপতি লায়ন নূরন্নবী কামাল গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এক শোকবার্তায় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com