
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বীর ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় তিনি বলেন, হাদিকে বিদায় জানানো অসম্ভব, কারণ তিনি চিরকাল প্রতিটি বাংলাদেশির হৃদয়ে অমর হয়ে থাকবেন।
অবিনশ্বর আদর্শ: প্রধান উপদেষ্টা বলেন, "ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। যতদিন বাংলাদেশ মানচিত্রে থাকবে, তুমি প্রতিটি বাঙালির অন্তরে থাকবে। এই স্থান কেউ দখল করতে পারবে না।"
অঙ্গীকার: অধ্যাপক ইউনূস হাদির আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আমরা তোমার কাছে ওয়াদা করছি, তুমি যে স্বপ্ন দেখে গেছ, তা আমরা পূরণ করব।"
উন্নত শিরের মন্ত্র: হাদির জীবনদর্শন 'চির উন্নত মম শির' উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে চলবে এবং হাদির এই মন্ত্রই হবে জাতির সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল শক্তি।
রাজনীতির নতুন শিক্ষা: হাদি নির্বাচনী প্রচারণার যে বিনম্র ও জনবান্ধব পদ্ধতি দেখিয়ে গেছেন, তা দেশের রাজনীতিতে নতুন মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
জানাজা শুরুর আগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ক্ষোভ প্রকাশ করে বলেন, হাদির হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনি ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন। তিনি স্পষ্ট ঘোষণা দেন, "জীবন দেব, তবু ইনসাফ কায়েমের লড়াই ছাড়ব না।"
উপস্থিতি: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় উপদেষ্টামণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং লাখো সাধারণ মানুষ অংশ নেন। প্রধান উপদেষ্টার পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরিবেশ: সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শোকাতুর পরিবেশে বীর হাদির প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও গত বৃহস্পতিবার তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com