নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচংয়ে ডেঙ্গু প্রতিরোধে “অপারেশন ক্লিন হোম; হেলদি লাইভস” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার (১০ই সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি,ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেকে যদি নিজের বাড়ি ও আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যাবে।”
বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মালেকুল আফতাব ভূঁইয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। তাই বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণে সবাইকে সতর্ক থাকতে হবে।”
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান। বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। সচেতনতামূলক প্রচারের মাধ্যমে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে পারি।”
ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অফিসার সিসিএস শান্ত দেবনাথ, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার রায় এবং ফিল্ড অর্গানাইজার আনিসুর রহমান। তারা এডিস মশার বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহŸান জানান।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে স্থানীয় জনসাধারণ, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com