নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচংয়ের কোদালিয়া ইকরা আদর্শ শিশু নিকেতনে রাতের আঁধারে নথিপত্রসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। গত বুধবার (২৫শে জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া গ্রামে অবস্থিত মরহুম নূরুল ইসলাম (আব্দুল হক) চেয়ারম্যানের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় নথি, আসবাব, ৯টি সিলিং ফ্যান, ডিনার সেট, ফ্রিজ, নগদ টাকাসহ আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানের পরিচালক মো. দুলাল হোসেন জানান, ১৯৯৭ সালে সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে মরহুম নূরুল ইসলাম চেয়ারম্যান কোদালিয়া ইকরা আদর্শ শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন শিক্ষক কর্মরত আছেন এবং শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত।
তিনি আরো জানান, বিদ্যালয়টি উপজেলার মধ্যে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু কু-চক্রী মহল প্রতিহিংসায় এমন অমানবিক ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারনা করছেন।
বিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জামান সায়েম ও গোলাম জিলানী জীবন জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ক্লাস শেষে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরেন। পরদিন সকালে এসে দেখেন তালা ভাঙা, সবকিছু তছনছ করা এবং অফিস কক্ষে মানববর্জ্য ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. কাইয়ুম খান, প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার রায়হান, তানজিবুর রহমান সাবিদ, সাফায়ত, বর্তমান শিক্ষার্থী আব্দুল আল ওসমান, মিনহাজ আপন, আল মাহমুদ তনয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রæত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনানুগ শাস্তির দাবি জানান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি শুধু চুরির ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিত প্রতিহিংসার ফল হতে পারে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com