নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৬ দোকান ও সড়কে যানজট সৃষ্টির দায়ে ট্রাক চালককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার (২১শে আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার চান্দলা বাজারে ৩টি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, জনগণের চলাচলের রাস্তা ও খাবারের দোকানের সামনে নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করায় এক মুরগি দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।
এছাড়া ২টি কনফেকশনারি ও ভ্যারাইটিজ স্টোরে অনেক পলিথিন মজুদ রাখায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় একই আইনে সতর্কতাস্বরূপ ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
অপর দিকে সাহেবাবাদ ইউনিয়নের দরিয়ার পাড় চেকপোস্টে বাঁধা দেয়ার পরও একটি বড় ট্রাক প্রবেশ করে রাস্তায় যানজট সৃষ্টি করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় সেনিটারী ইন্সপেক্টর এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি ও আনসারের একটি দল সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com