ষ্টাফ রিপোর্টার\ ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, ভারতে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। দেশের প্রশ্নে জাতি এখন ঐক্যবদ্ধ। ভারতকে উদ্দেশ্য করে আমিরে জামায়াত বলেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠি দেশের বাইরে থেকে নিজদের স্বার্থ হাসিল করতে চায়। বাংলাদেশের এক ইঞ্চি জমিও আমরা কাউকে ছাড় দিব না। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। তিনি বলেন, গত ১৬ বছর দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে পতিত শেখ হাসিনার সরকার। মূলত পিলখানা হত্যাকান্ডের মাধ্যমে দেশের অস্তিত্ব ধ্বংস করার মিশন শুরু করে আওয়ামী লীগ। এরপর ধাপে ধাপে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়।
তিনি গত শুক্রবার (৬ই ডিসেম্বর) সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে মহানগরী জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৌলিক সংস্কার করে যৌক্তিক সময় নির্বাচন দিতে অন্তর্র্বতীকালিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমিরে জামায়াত বলেন, প্রশাসনের সর্বস্তরে সংস্কারের জন্য আমরা সরকারকে সময় দিয়েছি। প্রয়োজনে আরও দেবো। তবে মৌলিক সংস্কার করে যৌক্তিক সময় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। ভারতীয় মিডিয়ার সমালোচনা করে আমিরে জামায়াত আরও বলেন, ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে করতে চেয়েছিলো। কিন্ত বাংলাদেশের মানুষ সেই পাতানো ফাঁদে পা দেয়নি। দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে।
আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার ছিলনা মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, বিশেষ করে জামায়াতের ওপর সবচেয়ে বেশি অবিচার করা হয়। জামায়াতের শীর্ষ নেতাদের একে একে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়। অনেক বয়োজ্যেষ্ঠ নেতাদের কারাগারের রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। দলীয় কার্যালয়গুলো অন্যায়ভাবে বন্ধ রাখা হয়। তবে এতো নির্যাতনের পরও আল্লাহর রহমত ও নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে জামায়াতে ইসলামী টিকে আছে।
বিগত সরকার কুমিল্লা নামের ওপর অবিচার ও জুলুম করেছে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা নামে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষের প্রতি জুলুম করা হয়েছে। একজন প্রধানমন্ত্রী হয়ে একটি জেলার নামের প্রতি যে বিদ্বেষপূর্ণ আচরণ তিনি দেখিয়েছেন এটা মেনে নেয়ার মত নয়। দেশের এক ইঞ্চি মাটির প্রতি অবজ্ঞাকারী কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। আমিরে জামায়াত কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও বক্তব্যে তিনি কুমিল্লা বিমানবন্দর সচলের যৌক্তিকতাও তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন বিগত দিনে পুলিশের পক্ষ থেকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তারপরও আমরা প্রতিশোধপরায়ন হইনি। আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম ও মাওলানা আবুল হাসানাত, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও মুহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভেকেট জসীম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মো: আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মো: শাহাজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ মোসলেহ উদ্দিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, এডভোকেট নাছির আহাম্মদ মোল্লা ও মোশাররফ হোসাইন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com