প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে কিছু লোক মহান এ পেশাকে অসম্মান করছে।’ এমনটি যেন কেউ না করতে পারে, এজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
গত ২৬শে মে রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই- এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়।
এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ওবায়দুল কাদের বলেন, আবার কোনো সত্যিকার সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয় সে ব্যাপারেও আমরা সতর্ক রয়েছি। আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে মন্ত্রী বলেন, সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি। কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন। এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.