নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আলোচিত বাবুল হত্যা মামলার এজাহারভুক্ত ২ আসামিকে দীর্ঘ ৯ মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৬শে জুলাই) চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে আসামি রিপন (৩২) ও হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার (২৭শে জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রবীন দেব।
তিনি জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মামলায় এজাহারভুক্ত একজন এবং সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ই অক্টোবর সকালে উপজেলার সাতেস্বর গ্রামে অটোরিকশা চালক রিমন শিশুদের খেলাধুলা নিয়ে ক্ষুব্ধ হয়ে গালাগাল করেন। এ নিয়ে শিশুদের অভিভাবকদের সঙ্গে বাকবিতন্ডা হয়। ঘটনার জেরে রাতে রিমন ও তার সহযোগীরা ওই শিশুদের অভিভাবক বাবুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, মামলার এজাহারভুক্ত ১০ জন ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জন আসামির মধ্যে এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩ জন এবং সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com