নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে গাজী মার্কেটস্থ জুমু ফ্যাশন হাউজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫শে সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন জুমু ফ্যাশন হাউজে পরিচালক জাকির হোসেন।
জানা যায়, ওইদিন রাত আনুমানিক ১১টার সময় অজ্ঞাত কারনে জুমু ফ্যাশন হাউজ দোকানঘরে আগুন লেগে দোকানের ভিতরে থাকা শাট, প্যান্ট, লুঙ্গী, শাড়ী কাপড়, থ্রি পিসসহ বিভিন্ন গার্মেন্টস মালামাল ও দোকানের মূল্যবান ফার্নিচার পুঁড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান জুমু ফ্যাশন হাউজের পরিচালক জাকির হোসেন। তিনি বলেন, অগ্নিকান্ডে আমার দোকানের সকল কাপড়-চোপড় পুঁড়ে গিয়ে সর্বস্ব হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋনের দায়ে দিশেহারা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com