ষ্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিক বন্যা কবলিত কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ও সরসপুর ইউনিয়নের প্রায় সাড়ে ৪ শত বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, বানঘর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
আজ বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, হলুদ, চিনি ইত্যাদি। শিল্পপতি আবুল কালাম আজাদ নিজে উপস্থিত থেকে এ ত্রান বিতরণ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার আবু জাহের বাহার, একে ফজলুল হক কাশেম, মোরশেদুল আলম অর্নব, মোঃ মহসিন, মোঃ ফয়েজ উল্লাহ নসু, মোহাম্মদ উল্লাহ বাবলু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com