নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা একটি পরিবার। গত শুক্রবার (১৩ই জুন) রাতে ওই ইউনিয়নের বরলা গ্রামের শাহ আলমের ঘরে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।
ভুক্তভোগী শাহআলম জানান, ওইদিন গাড়ি চালিয়ে সন্ধ্যার পর বাড়িতে থাকার ঘরের একটি কক্ষে অটোরিকশাটি বৈদ্যুতিক লাইনে চার্জ লাগিয়ে বাড়ির সামনে দোকানে চা খেতে যান। কিছুক্ষণ পর তার স্ত্রী পারভনি মোবাইলে ফোনে জানায় আগুনে তার সদ্য কেনা নতুন গাড়িটি পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখেন নিজের থাকার ঘর ও গাড়িতে আগুন জ্বলছে। তিনি নিজে ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। চোখের সামনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় তার একমাত্র সম্বল অটোরিকশাটি।
তিনি বলেন, পৈত্রিক সম্পত্তি বলতে ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। নিজেদের থাকার কোন ঘরও নেই, বড় ভাইয়ের দু’ কক্ষবিশিষ্ট একটি ঘরে স্ত্রী সন্তান নিয়ে কোনরকম দিনাতিপাত করেন। এক পাশে নিজেরা থাকেন আরেক কক্ষে রাখেন অটোরিকশাটি।
এর আগে সিএনজি চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, বন্যার সময় একটি দুর্ঘটনায় সেটিও হারিয়েছেন। পরে ঈদুল আজহার দু’দিন আগে ধার দেনা করে ব্যাটারি চালিত অটোরিকশাটি কিনে নতুন ভাবে কাজ শুরু করেন। এক সপ্তাহের ব্যবধানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে সেটিও পুড়ে যায়। রোজগারের একমাত্র পথ ও থাকার ঘরটি হারিয়ে পরিবারটি এখন অসহায়। চোখে মুখে যেন তাদের হতাশার গøানি।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য অর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া, জেলা প্রশাসককে অবহিত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com