নিজস্ব প্রতিনিধি\ গত ৩০শে আগস্ট মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) নাছরিনের উদ্যোগে উপজেলার হাসনাবাদ ও বাইশগাঁও ইউনিয়নে বাধ দিয়ে বন্যার পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি ও অবৈধ জাল দিয়ে মাছ ধরা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ডাকাতিয়া নদী ও এর আশেপাশের বিভিন্ন শাখা খালে অবৈধ ভেসাল জাল দিয়ে তৈরি প্রায় ১৫টি স্থান থেকে বারা বাঁধ অপসারণ করা হয়। অবৈধভাবে খালে বাঁধ দেয়ায় ২টি মামলায় ২ জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং বিপুল পরিমান অবৈধ জাল বাজেয়াপ্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা, সেনাবাহিনীর একটি টীম ও মনোহরগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com