আবদুর রহমান॥ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বাজারের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান। এতে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার নাথেরপেটুয়া বাজারের পাশে। অভিযুক্ত জিয়াউর রহমান জিয়া আগে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। এক পর্যায়ে মাদক সেবন ও মাদকের কারবারসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়লে ২০২১ সালে তাঁকে বহিষ্কার করে ছাত্রলীগ।
জিয়ার দখলকৃত ওই জায়গার পেছনে রয়েছে উপজেলার হাতিমারা গ্রামের যুক্তরাষ্ট্রপ্র্রবাসী মোঃ মিজানুর রহমানের সম্পত্তি। স্থাপনা নির্মাণ করে ওই প্রবাসীর চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। প্রবাসীর পরিবারের সদস্যদের ভাষ্য, চলাচলের পথ দিতে ওই যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন জিয়া।
এরই মধ্যে চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রবাসীর ছেলের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ২৬শে সেপ্টেম্বর কুমিল্লার আদালতে জিয়াকে প্রধান আসামি করে মামলা করেছেন প্রবাসীর ছেলে জোনায়েদুর রহমান ওরফে জুলহাস।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চার লেনের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীমুখী লেনের পূর্ব পাশে সওজের সম্পত্তিতে আধাপাকা স্থাপনা নির্মাণ করেছেন জিয়া। এরই মধ্যে ৩টি দোকান নির্মাণ করেছেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) নুরুন্নবী বলেন, ‘আমরা অনেকবার সালিস বৈঠক করে জিয়াউর রহমানকে নিষেধ করেছি প্রবাসীর সঙ্গে ঝামেলা না করার জন্য। কিন্তু তিনি কারো কথাই শোনেন না।’
জিয়াউর রহমান ওরফে জিয়া দাবি করেন, সরকারের সেই সম্পত্তি গত ৪০ বছর ধরে তাঁর পরিবারের দখলে। তিনি বলেন, ‘সরকারি খাল ভরাট করে দোকান নির্মাণ করেছি। প্রয়োজন হলে সরকার ভেঙে নিয়ে যাবে।’
সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘শিগগিরই আমরা আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করব।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com