নিজস্ব প্রতিনিধি\ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিব সার্ভিস এ্যাসোসিয়েশন এর সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএকে মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলায় নিজ গ্রামে সংবর্ধনা দেয়া হয়েছে। বড় কেশতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় এ সংবর্ধনার। তিনি নিজেও ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার বিকালে উপজেলার বড় কেশতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোঃ আনোয়ার উল্লাহ। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. সৈয়দ আহম্মদ মোল্লা।
অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, মামটেক্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক উল্লাহ মজুমদার, বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম এর সভাপতি শাহনাজ আক্তার রানু। স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এ কে এম সামছুদ্দোহা পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহরিয়ার কবির রাতুল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের (এজিএম) এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানাজার শাহেদুজ্জামান চৌধুরী, শাহশরীফ রিসোর্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন সৈকত, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. আব্দুল মতিন, বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, বড় কেশতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উল্ল্যা মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com