নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার (৪ঠা ফেব্রæয়ারি) সকাল ৯টায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। এ সময় তিনি বলেন, খেলাধুলা সুস্থ শরীর ও মস্তিষ্ক গঠনে এবং মেধা বিকাশের অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।
এ সময়ে তিনি ৫৩তম জাতীয় স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সবকয়টি ইভেন্ট যেন সুন্দরভাবে শেষ করা যায়, সে জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে ও মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম পাঠান, নির্বাচন অফিসার, প্রতিবন্ধী বিষয়ক অফিসার রাশেদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com