নিজস্ব প্রতিনিধি॥ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে মনোহরগঞ্জে তারণ্যের উৎসব উদযাপিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীগণ অংশ নেয়।
বিতর্কের বিষয় ছিলো- মাধ্যমিকে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যকর শৌচাগার হাত ধোয়ার চেয়ে অত্যন্ত কার্যকর’ আর কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তি সচেতনতা অত্যন্ত কার্যকর’।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির আহমেদ ও উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা রাশেদ মিয়াজী।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর স্টল উপস্থাপন করেন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা প্রকৌশলী শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাসিম বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com