নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে গত শুক্রবার বিকালে মনোহরগঞ্জ থানা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল পূজা উদযাপন কমিটির নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে। সভায় বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা পূজা কমিটির সভাপতি রনজিৎ চন্দ্র মজুমদার, মৈশাতুয়া ইউনিয়ন জামায়েত ইসলামের আমির মহি উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস মনোহরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ উদ্দীন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আজিম উদ্দিন। হেফাজতে ইসলাম মনোহরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের সরসপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজির আহমেদ। এ সময় সাংবাদিক, উপজেলা ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com