নিজস্ব প্রতিনিধি\ যানজট নিরসন, দুর্ঘটনা রোধ ও জনদুর্ভোগ এড়াতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজার অংশের দেড় কিলোমিটার এলাকা চার লেন করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
গত রোববার (২৩শে ফেব্রæয়ারি) দুপুরে বাগমারা কেন্দ্রীয় মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পাশাপাশি বাগমারা উচ্চ বিদ্যালয়, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ও আল ইসরা মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা, বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সেক্রেটারি কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, ‘যানজটের কারণে বাগমারা বাজার অংশের ৩ মিনিটের সড়কটি পার হতে ৩০ মিনিট সময় লেগে যায়। তাই আজকে শিক্ষার্থীদের পাশাপাশি আমরা বসুন্ধরা শুভসংঘের বন্ধুরাও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।’
আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, ‘আমার মাদরাসার সামনেই চার লেন থেকে দুই লেন সড়ক শুরু হয়েছে। সে কারণে আমরা প্রতিদিনই সড়ক দুর্ঘটনার সাক্ষী হচ্ছি।
আমাদের শিক্ষার্থীরা মৃত্যুঝুঁকি নিয়েই সড়ক পারাপার হচ্ছে। গত শুক্রবার সন্ধ্যায় আমার মাদরাসার সামনেই যানজট নিরসন করতে গিয়ে বাসচাপায় জামায়াত কর্মী জসিম উদ্দীনের মৃত্যু হয়েছে।’
বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন বলেন, ‘দ্রæত সময়ের মধ্যে চার লেন সম্প্রসারণের কাজ শেষ না করলে আমরা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করবো।’
লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন বলেন, ‘যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে দ্রæত সময়ের মধ্যে চার লেন সম্প্রসারণ করতে হবে। আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবো। আমাদের দাবি আদায় না হলে সড়ক অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা একজন ভাইকে হারিয়েছি। আর কোনো ভাইকে হারাতে চাই না।’
জামায়াত নেতা ইকবাল হোসেন ও নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, তালুকদার স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াদুধ তালুকদার, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, সহকারী শিক্ষক আবদুল করিম প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রকল্প শেষ হলেও ভূমি অধিগ্রহণে স্থানীয় লোকজনের বাঁধা ও ক্ষতিপূরণের টাকা নিয়ে মামলার কারণে লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকার ১ দশমিক ৬ কিলোমিটারসহ লালমাই ও লাকসাম উপজেলার মোট ৭ দশমিক ৯ কিলোমিটার অংশে ২ লেন রয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com