ঈশ্বরদীতে এক দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২৭ জন নিহত হয়েছেন—এই সংখ্যা আমি বিশ্বাস করি না, আরও বেশি হতে পারে।” তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হন। সংগঠনের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি—অর্থ, রক্ত যেটা প্রয়োজন, আমরা দিতে প্রস্তুত।”
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সেখানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান কলমের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আল-কোরআন মানবজাতির জন্য হেদায়েতের শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের পথে চলেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। দুর্নীতির জাল ছিঁড়ে ফেলা হবে, দুর্নীতিবাজদের দেশে জায়গা হবে না।” তিনি আরও বলেন, “যতদিন মানুষের মুক্তি না মিলবে, ততদিন লড়াই চলবে। জামায়াতে ইসলামী জালিমদের ভয় পায় না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা লড়াইয়ের জন্য তৈরি আছেন তো? এই সংগ্রাম চলমান থাকবে।”
এর আগে চর মিরকামারীর কবরস্থানে মোস্তাফিজুর রহমানের কবর জিয়ারত করেন তিনি এবং কবরের পাশে কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং জামায়াত তাদের সব দায়-দায়িত্ব গ্রহণ করবে বলে আশ্বাস দেন।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com