ষ্টাফ রিপোর্টার\ মার্চ মাসে কুমিল্লার ১৮টি থানায় ফেব্রæয়ারি মাসের চেয়ে বিভিন্ন অপরাধে মামলার সংখ্যা বেড়েছে। মার্চ মাসে মোট মামলা হয়েছে ৪৫৯টি, আর ফেব্রæয়ারি মাসে ছিল ৩৪৪টি মামলা। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গত রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। এ সময় আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভার কার্যপত্র বিবরণীতে উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্য মোতাবেক ফেব্রæয়ারি মাসের তুলনায় মার্চ মাসের ডাকাতি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, চুরি, আহত, অস্ত্র আইন, মাদক দ্রব্য মামলা বৃদ্ধি পেয়েছে। দস্যুতা, খুন, ছিনতাই, চোরাচালান, দ্রæত বিচার মামলা হ্রাস পেয়েছে।
সূত্র থেকে জানা গেছে, মার্চ মাসে কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে মাদকদ্রব্য আইনে ১৬০টি। এছাড়া নারী ও শিশু নির্যাতন আইনে ৩৮টি, ধর্ষণের ঘটনায় ১৯টি, খুনের ঘটনায় ৭টি, ডাকাতির ঘটনায় ৫টি, আহত হবার ঘটনায় ১১৫টি মামলা হয়েছে।
এছাড়া, মার্চ মাসে উল্লেখযোগ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ মাসে শুধুমাত্র জেলা পুলিশের অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৪টি পাইপ গান, ২টি এলজি, ১৩ রাউন্ড গুলি, ২৬টি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। র্যাব-১১ ২টি পাইপ গান, ৫ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে।
মার্চ মাসে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়া ছাড়পত্র বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন এন্ড ফোর্সমেন্ট মামলায় ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এদিকে, মার্চ মাসে কুমিল্লা জেলায় ৪৪টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরিবেশ দূষণ রোধে ৪টি অভিযানে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা ও খাদ্যে ভেজাল রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২৬টি তদারকি অভিযানে ৫০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক মার্চ মাসে ১৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩১৩টি মামলায় ৩৭ লাখ ১৫ হাজার ৭০ টাকা জরিমানাসহ ৬ জনকে কারাদন্ড ও ৪৪ জনকে উভয় দন্ড প্রদান করা হয়।
নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচু জমিতে বালু দ্বারা ভরাটকারি, পাহাড় কাটাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ২২টি অভিযানে ১০ মামলায় ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়। মার্চ মাসে ৬টি সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হন এবং ৭ জন আহত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের সঞ্চালনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, ১০ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু, কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com