চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড় ও পাহাড়সংলগ্ন জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে মাটি কাটাবন্ধসহ জরিমানা করেন।
উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাধীন গড়িয়াইশ এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে নিকটস্থ ইটভাটায় সরবরাহ করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
জানা গেছে, গড়িয়াইশ এলাকায় রেললাইনের পূর্ব পাশে পাহাড় এবং পাহাড়সংলগ্ন জমির মাটি কাটার ৩টি পয়েন্টে স্থানভেদে ১৫-২০ ফুট গভীরতার সরেজমিন প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থলের নিকটেই এসবিকে নামক ইটভাটায় ৭ দিন ধরে পাহাড়ের মাটি কেটে সরবরাহ করা হয় ভাটার মালিক আব্দুল্লাহ আল ফয়সাল আদালতের নিকট স্বীকার করেন। অভিযুক্ত আব্দুল্লাহ আল ফয়সালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয় এবং নগদে আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com