কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত।
সোমবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, উপজেলা আমির মু. মাহফুজুর রহমান এবং সেক্রেটারি মু. বেলাল হোসাইন জানান, বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। কোনো নাগরিককেই হেনস্তা করা জামায়াতে ইসলামী সমর্থন করে না।
তারা আরও বলেন, জড়িতরা জামায়াতে ইসলামের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আবুল হাশেম এবং ওহিদুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com