নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি দলীয় সাবেক এমপি প্রয়াত কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম স্মরণে এক শোক সভা গত রোববার (৩রা আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ শরিফ হোসেনের সভাপতিত্বে স্থানীয় মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন ফাযিল মাদ্রাসা মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন, কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। বক্তব্য রাখেন, গুম ফেরত বিএনপি নেতা হাজী মো. জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক এড. দেওয়ান মো. সামছুল হক, সাবেক এমপি কর্ণেল আজিমের পিএস ও বিএনপি নেতা পীরজাদা সৈয়দ মোঃ শাহাদাৎ হোসেন, সাবেক ছাত্রনেতা সামছুল হক সামছু, বিএনপি নেতা মো. দিদার হোসেন, খাজা আহমেদ, মাঈন উদ্দিন, আহসান উল্লাহ (ষ্টেশন চিতোষী), যুবদল নেতা জাহিদুল ইসলাম, মুদাফরগঞ্জ উত্তর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, মোরশেদ আলম স্বেচ্ছাসেবক দল নেতা রানা, ছাত্রদল নেতা রাহুল ইবনে মিজান, আলমগীর ভূঁইয়া প্রমুখ।
শোক সভাটি পরিচালনা করেন, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আব্দুল কাইয়ুম। শোক সভায় প্রয়াত কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের কন্যা দোলা আজিমকে দেখতে জনতার ঢল নামে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com