নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগর উপজেলায় দাফনের ১৯ দিন পর আদালতের নির্দেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তারের (১৩) লাশ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। গত সোমবার (৬ই অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কামালা ইউনিয়নের কামারচর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান, থানার পুলিশ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, সোহাগী কামারচর গ্রামের আল-আমীনের প্রথম স্ত্রীর বড় মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ই সেপ্টেম্বর সোহাগীর রহস্যজনক মৃত্যুর পর পুলিশকে না জানিয়ে তার বাবা দ্রæত দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ১৯শে সেপ্টেম্বর নিহতের নানা কালু মিয়া, সোহাগীর বাবা আল-আমীন ও সৎ মা শারমিন আক্তারকে আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, আদালতের নির্দেশে সোহাগীর মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com