জালাল আহাম্মদ\ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া উপজেলায় ১৩৩টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষা ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২২টি ইউনিয়নে ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৭টিতে প্রধান শিক্ষক কর্মরত আছেন। আর চলতি দায়িত্বে কর্মরত রয়েছেন ৪৬ জন। বাকি ৮১টি পদ শূন্য রয়েছে। এছাড়া বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের পদ রয়েছে ১২৪১টি। কর্মরত রয়েছেন ১১০৮ জন এবং বাকী ১৩৩টি পদ শূন্য রয়েছে।
কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষকের পদ শূন্য হলে একজন সহকারী শিক্ষককে ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে হয়; না করলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। তবে দাপ্তরিক কাজ করতে গিয়ে নিয়মিত পাঠদান চালানো সম্ভব না। এতে বাকি শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ে যায়। ফলে প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।
উপজেলার চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম শাহিন বলেন, ২০২২ সালের ২২শে ফেব্রæয়ারি থেকে বিদ্যালয়ে যোগদান করেছি। স্কুলে আমিসহ মাত্র ৩ জন শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষক না থাকায় শ্রেণী পাঠদানের পাশাপাশি সব কাজ আমাকে করতে হয়। কোনো শিক্ষক ছুটিতে থাকলে অথবা আমাকে অফিসের কাজে কোথাও যেতে হলে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দ্রæত নিয়োগ দেয়া প্রয়োজন।
প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক শিক্ষক বলেন, একজন সহকারী শিক্ষক যখন ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে থাকেন তখন অনেক শিক্ষক মনস্তাত্বিকভাবে তাকে মেনে নেন না। আদেশ পালনে অনীহা প্রকাশ করেন।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, অবসর ও বদলিজনিত কারণে যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেই পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে তা পূরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com