২০২৪ সালের দাখিল পরীক্ষায় লালমাই উপজেলায় ২য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মোহনপুর আলিম মাদরাসা তাদের ঐতিহ্য ধরে রেখেছে। মোট ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭ জন এ প্লাসসহ ৪৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও আলহাজ্ব মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন এর সভাপতি হাজী ফরহাদ হোসেন কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট উপহার দেন। এই সম্মাননা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহ দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাদরাসা গভার্ণিংবডি সভাপতি মাওলানা খোরশেদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ হাছানুজ্জান, উপাধ্যক্ষ কাজী নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, আরবি প্রভাষক মাওলানা অহিদুর রহমান, গভার্ণিংবডি সদস্য শাহ মাঈন উদ্দীন স্বপন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, জাভেদ হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com