নিজস্ব প্রতিনিধি\ চৌদ্দগ্রামে র্যাব পরিচয়ে বিকাশ পরিবেশকের ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- গাইবান্ধার মো. সাজু, সাইফুল ইসলাম, সাজু মিয়া, মুন্সীগঞ্জের রিয়াদ, সজিব, ব্রাহ্মণবাড়িয়ার রবিউল, মাদারীপুরের মানিক, নারায়ণগঞ্জের রিপন সর্দার ও পটুয়াখালীর রিপন হাওলাদার।
গতকাল মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে র্যাব-১১’র অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতার সাইফুলের নেতৃত্বে সংঘবদ্ধ এ ডাকাত দলটি গত সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় ২ ব্যক্তিকে জিম্মি করে টাকা ও মালামাল লুটে পালিয়ে যাওয়ার সময় র্যাব তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার ৩৫৮ টাকা, র্যাবের ৩টি জ্যাকেট, হ্যান্ডকাপ, নকল পিস্তলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই ডাকাতরা ২৭শে অক্টোবর চৌদ্দগ্রাম এলাকায় র্যাব পরিচয়ে বিকাশ পরিবেশকের গাড়ি আটকে বিকাশের ২ কর্মচারীকে হাত-পা বেঁধে ২৫ লাখ ৯২ হাজার টাকা লুটে নেয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। বিকাশের লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com