নিজস্ব প্রতিনিধি\ অবশেষে দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলছে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দাদের। গত রোববার (৩রা আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি, গোবিন্দপুর, রশিদপুর, গাজীরপাড় সীমানা এলাকায় বিশেষ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দেয়া হয়েছে।
গোবিন্দপুর এলাকার জনসাধারণের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদের নেতৃত্বে ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগমের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই অভিযানে জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে ৬টি আধাপাকা ও টিনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়, যা পানি চলাচলের পথে দীর্ঘ দিন ধরে বাধা সৃষ্টি করছিল। এর পাশাপাশি জলাবদ্ধতার কারণে দুর্ভোগে থাকা ২টি বাড়ির রাস্তা কেটে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।
এলাকাবাসীর পক্ষে গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, কয়েক বছর ধরে বর্ষা এলেই আমাদের এই এলাকার বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে যেত। প্রশাসনের এই পদক্ষেপে আমরা সত্যিই খুশি। স্থানীয় রহিম বলেন, আমাদের বাড়ির সামনে সব সময় পানি জমে থাকত। এখন রাস্তা কেটে দেয়ায় পানি নেমে যাচ্ছে। এভাবে চললে আর বন্যার ভয় থাকবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, উপজেলার জলাবদ্ধতা নিরসনে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পর্যায়ক্রমে লাকসামের প্রতিটি ইউনিয়নে এ ধরনের অভিযান পরিচালিত হবে। তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানি চলাচলের পথে তৈরি হওয়া ভেষাল ও বাঁধগুলো কেটে দেয়ার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com