
একজন সরকারি কর্মকর্তার প্রতি শিশুদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রকাশের এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলির খবরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে মানববন্ধন করেছে। দাবি একটাই—প্রিয় ইউএনওকে এখানেই রাখা হোক।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি কাউছার হামিদ সাধারণ মানুষের কাছে যেমন সহজ-সরল, আন্তরিক ও বন্ধুসুলভ ছিলেন, তেমনি শিশুদের কাছেও হয়ে উঠেছিলেন এক অভিভাবকের মতো। তাঁর দায়িত্বশীলতা, সততা, বিনয়ী আচরণ এবং মানবিক ব্যবহার শিশু-কিশোরদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে।
স্থানীয় শিক্ষার্থীরা জানায়, কাউছার হামিদের স্নেহময় ব্যবহার, প্রেরণাদায়ী দৃষ্টান্ত এবং আন্তরিক উপস্থিতি তাঁদের জীবনে এক অনন্য অভিজ্ঞতা। শিশুরা বিশ্বাস করে—যিনি তাদের সঙ্গে হৃদয়ের বন্ধন গড়ে তুলতে পেরেছেন, তিনি কেবল আইন প্রয়োগকারী কর্মকর্তা নন, বরং একজন পথপ্রদর্শক ও সত্যিকারের সেবক।
তাঁর বদলির খবরে শিক্ষার্থীদের এমন প্রতিবাদ সত্যিই এক বিরল দৃশ্য। সাধারণত কোনো সরকারি কর্মকর্তার স্থানান্তরকে মানুষ স্বাভাবিকভাবেই মেনে নেয়, কিন্তু শিশুদের স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রমাণ করে, কাউছার হামিদ তাঁদের মনে কতটা জায়গা করে নিতে পেরেছিলেন।
লাকসামবাসীর মতে, এই ঘটনাটি শুধু বিস্ময়ের নয়, শিক্ষণীয়ও বটে। সততা ও হৃদয় দিয়ে মানুষের পাশে দাঁড়ালে যে ভালোবাসা পাওয়া যায়, তার জীবন্ত উদাহরণ হয়ে থাকবেন ইউএনও কাউছার হামিদ।
👉 লাকসামের জন্য তাঁর অবদান ও মানবিক প্রশাসনিক দৃষ্টান্ত দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com