কাজী মাসউদ॥ গত ১৭ই ডিসেম্বর কুমিল্লা জেলার লাকসামে উদ্বোধন হলো ট্রাস্ট ব্যাংকের ১১৯তম শাখা। লাকসাম বাইপাস এজি টাওয়ার (স্বপ্ন সুপার শপ এর উপরে) অবস্থিত শাখাটি উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী।
লাকসাম শাখার ব্যবস্থাপক মনির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসামের শীর্ষ স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিল্পপতি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগনসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com