ষ্টাফ রিপোর্টার\ লাকসামে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের গত শনিবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লাকসাম পৌরসভার সাতবাড়িয়া পূর্বপাড়ার আবুল কালামের ছেলে মোঃ আল আমিন (২০), একই গ্রামের পূর্বপাড়া মসজিদ বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে মো. আব্দুল বাহার (২৫) এবং পার্শবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উনকোট গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ সাদ্দাম হোসেন ছোটন (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পর লাকসাম জংশন এলাকা থেকে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা যাত্রী সেজে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেয়। অটোরিকশাটির চালক ছিলেন পৌরসভার নশরতপুর গ্রামের মোঃ আরিফুর রহমানের ছেলে মোঃ শরীফ হোসেন। অটোরিকশাটি লাকসাম পৌরসভার বিনই খালপাড় এলাকায় পৌঁছলে তারা কৌশলে চালক শরীফকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করেন। এরপর তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় শরীফকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরলে তিনি ঘটনার বিস্তারিত উল্লেখ করে লাকসাম থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী ছিনতাই করা অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com