ষ্টাফ রিপোর্টার\ লাকসামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় একটি ক্লাবে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলীর বিরুদ্ধে ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলার উত্তরদা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বাদল, আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, হারাখাল রেজিয়া সাত্তার আদর্শ নূরানী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম ও যুবলীগের সাবেক সভাপতি মাস্টার মো. জাকির হোসাইন। এসময় বক্তারা বলেন, হারাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী গত ১৪ই সেপ্টেম্বর আবদুল লতিফের চায়ের দোকানে বসে ফ্রান্সের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ঘটনার পরদিন এ বিষয়ে নিয়ে এলাকাবাসী শিক্ষক ইয়াকুব আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন জবাব দেননি। এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন এলাকাবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ইয়াকুব আলী সাংবাদিকদের বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তবে ওই স্কুলের সহকারী শিক্ষক আফরোজা আক্তারের ছেলে অভিযুক্তের পক্ষ নিয়ে অসৌজন্য মূলক আচরণ করলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য সহকারী শিক্ষা অফিসারকে (এটিও) দায়িত্ব দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com