নিজস্ব প্রতিনিধি\ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০২৪ কুমিল্লা জেলা পর্যায়ে গত সোমবার লাকসাম ফেইস ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, অভিনয়, আবৃত্তি বিষয়ে ২ শতাধিক জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীগন ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ পাবে। বিকেলে স্কুল মিলনায়তনে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লাকসাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বিশেষ অতিথি ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমিরুল মোমেনীন ভ্ূঁইয়া রতন, নৃত্য ও নৃত্য কলা একাডেমির পরিচালক শিশির দত্ত, শ্রীবাস চন্দ্র দেবনাথ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লাকসাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com