ষ্টাফ রিপোর্টার॥ লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত ২ দিনব্যাপি বিজয় মেলায় ১৮ জন নারী উদ্যোক্তার জন্য চারটি স্টল বরাদ্দ হয়। এই মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত রোববার (১৫ই ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া মেলা উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কায়সার হামিদ। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন সেবা প্রদর্শনীর পাশাপাশি স্থানীয় অনলাইন ভিত্তিক ১৮ জন নারী উদ্দোক্তা অংশ নিয়েছেন।
উদ্যোক্তাদের সমন্বয়ক নারী উদ্দোক্তা হাজেরা কুদ্দুস রূপা জানান, আমরা খুব খুশি উপজেলা প্রশাসনের এমন সহায়তা পেয়ে। ভবিষ্যতে জনপ্রতি একটি করে স্টল বরাদ্দ পেলে আমরা আরো বেশি পন্য নিয়ে উপস্থিতি হতে পারব। প্রথম দিনে প্রায় সকল পন্য বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৬ই ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
মেলায় নারী উদ্দোক্তাদের মধ্যে ব্লক বাটিকের তৈরি পোশাক নিয়ে হাজেরা কুদ্দুস রূপা, কুশিকাটা পোশাক উম্মে হুমায়রা নাজিফা, নকশীকাঁথা, বেবি ড্রেস সাহিদা আক্তার, বেবি ড্রেস, হিজাব, থ্রিপিস হাবিবা সুরাইয়া, সকল ধরনের পিঠা ইসরাত জাহান রীনা, হোম মেইড কেক আহানা জাহান রেহানা, হোম মেইড কেক হাসিনা আক্তার, কেক ও পিঠা- মর্জিনা করিম, নকশিকাঁথা সাজিয়া আফ্রিন নিতু, কেক ও হ্যান্ড পেইন্টের ড্রেস মায়েদা মাহবুব, নকশিকাঁথা, এমব্রয়ডারি ড্রেস রাহানারা ময়না, সমুচা, সিঙারা জান্নাতুল ফেরদৌস নাহিন, সন্দেশ ও পোশাক সুস্মিতা আঁখি, নাড়ু সন্দেশ ও আচার মনি সাহা এশা, সন্দেশ সরস্বতী রানী সাহা, পিঠা ও আচার তোহা তানহা, আচার আকলিমা আক্তার, বাটিকের পোশাক নিয়ে অদ্রিজা রায় প্রমুখ অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com