নিজস্ব প্রতিনিধি\ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে লাকসামে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই সিদ্দিকী এর বরাবরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছেন লাকসাম উপজেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
গত ২৪শে সেপ্টেম্বর সকালে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচী পালন করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম, উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিছ মিয়া, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ রনজিত চন্দ্র দাশ, আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ মেজবাহ উদ্দিন, আল-আমিন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর মজুমদার, শ্রীয়াং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাশ, ফুলগাঁও ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদারসহ বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com