নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ দূষণ, লাইসেন্সবিহীন পলিথিন উৎপাদন এবং নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠান ও ৪ জন ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গত বুধবার (২৭শে আগস্ট) ওই অভিযানে পৌরসভার কাদরা এলাকার আলিফ রাইস মিলকে পরিবেশ দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্ব লাকসাম ফায়ার সার্ভিস সংলগ্ন মদিনা এন্টারপ্রাইজকে লাইসেন্স ছাড়া পলিথিন তৈরির অপরাধে ৫০ হাজার টাকা এবং দৌলতগঞ্জ বাজারে কারেন্ট জাল ও রিং জাল বিক্রির অভিযোগে ৪ জন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হযেছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। এ সময় কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং লাকসাম থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com