
ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা জেলার লাকসামের বাকই ইউনিয়নের বিজরা বাজার এলাকায় সরকারি খাস ভূমি উদ্ধার করতে গিয়ে চরম বাধার শিকার হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এসময় শিক্ষার্থী ও বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ভূমি অফিসের নাজির ও উপজেলার বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকসহ কয়েকজন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৬ই নভেম্বর) এ ঘটনার প্রতিবাদে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও এলাকাবাসী কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করেছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের প্রায় ৫-৬ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। একপর্যায়ে লাকসাম সেনা ক্যাম্পে দায়িত্বরত একদল সেনাসদস্য ঘটনাস্থলে যান। তারা বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
আধাঘণ্টা পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খাস খতিয়ানভুক্ত প্রায় ৬ শতক ভূমি যথাযথ নিয়মে লিজের আবেদন করে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু প্রশাসন ওই ভূমি শিক্ষাপ্রতিষ্ঠানের নামে লিজ বরাদ্দ না দিয়ে অন্যান্য ব্যক্তিদের নামে লিজ বরাদ্দ প্রদান করেন। এ নিয়ে গত ৪ঠা নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বিরোধীয় ওই ভূমি সরকারি খতিয়ানভুক্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেদের বলে দাবি করে এবং অবৈধভাবে দখলে নিয়ে টিনের বেড়া দিচ্ছিল।
এদিকে, ওই দিন দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিলন চাকমা সরকারি ভূমিতে অবৈধভাবে টিনের বেড়া দেয়ায় তা সরিয়ে নিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার কিছু লোক ওই নির্দেশনা অমান্য করে ক্ষিপ্ত হয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন। এসময় তিনি পুলিশের সহায়তায় বিক্ষুব্ধদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ কিছু বহিরাগত লোকজন সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েন। এতে ভূমি অফিসের নাজির মো. মিজানুর রহমান এবং মো. মোস্তফা নামের এক শিক্ষক মাথায় আঘাত প্রাপ্ত হন। এছাড়া, আহত হন আরো কয়েকজন।
সূত্র জানায়, শিক্ষক আহতের খবর ছড়িয়ে পড়লে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এসময় বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহ¯্রাধিক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভসহ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে ৫-৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবুল খায়ের বলেন, ‘বিরোধীয় ওই ৬ শতক ভূমি প্রতিষ্ঠানের নামে সিএস ও আরএস খতিয়ানভুক্ত ছিল। প্রতিষ্ঠানের নামে বিএস খতিয়ানভুক্তও হয়েছিল। কিন্তু একটি কুচক্রীমহলের ষড়যন্ত্রে বিএস খতিয়ানটি বাতিল করে ওই ৬ শতক ভূমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। আমরা নিয়ম মেনেই প্রতিষ্ঠানের পক্ষে লিজ বরাদ্দের জন্য আবেদন করি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ভূমি প্রতিষ্ঠানের নামে লিজ বরাদ্দ না দিয়ে অন্যান্য লোকদের নামে লিজ বরাদ্দ দেয়। এই ঘটনায় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।’
তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার (৬ই নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উচ্ছেদ অভিযানে এলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাধা দেয়। এতে সহকারী কমিশনার (ভূমি) পুলিশ দিয়ে তাড়া করলে একজন শিক্ষক আহত হন। পরে ঘটনা জেনে ইউএনও মহোদয় বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন।’
উপজেলা সহকারী (ভূমি) মিলন চাকমা বলেন, ‘বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ পূর্বেই অবৈধভাবে সরকারি খাস খতিয়ানভুক্ত ভূমি দখল করে ১৭টি দোকান (বাণিজ্যিক বা ফেরিফেরি) নির্মাণ করে ভাড়া আদায় করছে। এছাড়া, সরকারি খাস খতিয়ানভুক্ত (বাণিজ্যিক-ফেরিফেরি) আরো ভূমি অবৈধ দখলের উদ্দেশ্যে সেখানে টিনের বেড়া দিচ্ছে।’
তিনি জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবৈধ দখলের সত্যতা দেখতে পান এবং অবৈধভাবে দখলের উদ্দেশ্যে সরকারি ভূমিতে লাগানো টিনের বেড়া সরিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেন। উপরন্তু অধ্যক্ষকে সরকারি বিধি মোতাবেক লিজ বরাদ্দ নেয়ার জন্য পরামর্শও দিয়েছেন। কিন্তু তা না করে অধ্যক্ষ পরোক্ষভাবে শিক্ষার্থীদের উস্কে দিয়ে অনভিপ্রেত ঘটনার সৃষ্টি করেছেন। ফলে ওই সময় শিক্ষার্থীসহ কিছু বহিরাগত লোকজন ইটপাটকেল ছুড়ে। এতে নাজির মিজানুর রহমান আহত হয়েছেন, তিনি নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) সরকারি স্বার্থে তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সেখানে দায়িত্ব পালন করতে গেছেন। অথচ সরকারি দায়িত্ব পালনকালে তিনিসহ ভূমি অফিসের নাজির মিজানুর রহমান আহত হয়েছেন। বর্তমানে নাজির চিকিৎসাধীন। এ ঘটনায় বিধি মোতাবেক লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নাজির সুস্থ হলে নিয়মিত মামলা দায়ের করা হবে। এছাড়াও ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার (জিডি) বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com