প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
লাকসামে সিএনজি গ্যারেজের আড়ালে ভেজাল শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা ও মালিককে কারাদণ্ড প্রদান

লাকসাম পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন (মনোহরগঞ্জ টেক্সি ষ্টান্ড) এলাকায় অটো সিএনজি গ্যারেজের পিছনে আজ বুধবার বিকেলে অবৈধ ডিংকো, তৃষ্ণা ফুটিকা ফুড, আচার ও চিপস তৈরির অপরাধে লাকসাম রতন নামক ১ জনকে ২ লাখ টাকা জরিমানা, ২ মাসের জেল এবং কথিত কারখানা সীলগালা করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের নেতৃত্বে যৌথবাহিনী ও লাকসাম থানা পুলিশ কর্তৃক একটি বিশাল টিনশেডের গুদাম ঘরে এক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উক্ত গেরেজে বিপ পরিমাণ নকল জুস জব্দ ও ধ্বংস করা হয়। প্রায় এক ঘন্টা অভিযানে কারখানার সব নকল টেস্টি ম্যাঙ্গো, সফট ড্রিংক পাউডার জব্দ করে তা তৎক্ষণাৎ বিনষ্ট করা হয় এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় তাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, লাকসাম উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রতন শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মেসার্স এস এইচ অটো পার্টস এন্ড ওয়ার্কশপ প্রতিষ্ঠানে মালিক।
তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে সিএনজি গ্যারেজ হিসাবে পরিচালনা করে আসছেন। ওই প্রতিষ্ঠানের আড়ালে তিনি বিভিন্ন নামে ভেজাল খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছে। শুধু পানি, চিনি আর কেমিক্যাল দিয়েই তৈরি হচ্ছে এসব শিশু খাদ্য। আর এসব ভেজাল খাদ্যগুলোই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় দোকান থেকে কোমলমতি শিশুরা এগুলো কিনে খাচ্ছিলেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা ও লাকসাম আর্মি ক্যাম্পের ইন-চার্জ ক্যাপ্টেন সৈকত আহমেদ। Courtesy: Laksam TVnews
Courtesy: gtvnews24 facebook page
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.