নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের রুবেলের স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। মরিয়ম আক্তারের মা সামিনা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে তার স্বামী রুবেল হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। রুবেল একজন মাদকাসক্ত। সে বিভিন্ন সময় আমার মেয়ের উপর শারীরিক ও মানষিক নির্যাতন করতো। আমার মেয়েকে সে বিভিন্ন সময় যৌতুক ও নেশার টাকা দেয়ার জন্য অত্যাচার করতো। আমার মেয়ের ৪ বছরের একটি ছেলে ও ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, গত শনিবার (১৯শে অক্টোবর) সকাল ৯টায় নিহত হওয়ার ঘটনা ঘটে। লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ইরুইয়ান গ্রামের মৃত আছমাত আলী ও মৃত আঙ্কুরের নেছার দ্বিতীয় ছেলে রুবেল একই গ্রামের মিনু নামে এক মেয়েকে পরকীয়া করে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করার পর থেকে মরিয়ম ও রুবেলের সংসারে ঝগড়া বিবাদ চলতে থাকে। রুবেল নেশাগ্রস্ত ও এলাকার চিহ্নিত জুয়াড়ী। নিহত মরিয়ম মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজিপুরা গ্রামের আবদুল মান্নানের চতুর্থ মেয়ে। নিহত মরিয়মের বোন জুলেখা বেগম বলেন, আমার বোনকে রুবেল শ্বাসরোধে হত্যা করেছে। সে বিগত দুই/তিন দিন যাবত নেশার টাকার জন্য আমার বোনকে বেধড়ক পিঠিয়েছে। আমি রুবেলের ফাঁসি চাই। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা গৃহবধূ নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহত মরিয়মের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপের কথা বলেছি। মরিয়মের মা সামিনা বেগম বলেন, আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com