চন্দন সাহা\ প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লার লাকসাম উপজেলায় ৩৫টি পূজা মন্ডপে দূর্গা পুজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরীতে তুলির শেষ আঁচড় তুলতে মৃত্তিকা শিল্পীরা রাত-দিন ব্যস্ত সময় পার করছে।
৯ই অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দেবীদূর্গার বোধন দিয়ে পূজার প্রারম্ভিকতা এবং ১৩ই অক্টোবর রবিবার বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে যথাবিহিত পূজার পরিসমাপ্তি ঘটবে।
পাটের সুতলি, বাঁশ, কাঠ, মাটির সংমিশ্রণে তৈরি করা হয় সনাতন ধর্মাবলম্বীদের এ বৃহৎ দূর্গোউৎসবের প্রতীমা। পূজামন্ডপগুলোতে চলছে প্যান্ডেল তৈরী ও ডেকোরেশনের ব্যাপক কারুকাজ।
লাকসাম পৌরশহরের মধ্যে এবার ২০টি পূজামন্ডপে দূর্গা পূজা উদযাপন হবে। অপরদিকে পৌরশহরের বাইরে পূজা মন্ডপের সংখ্যা ১৫টি।
লাকসাম উপজেলা পূজা উদযাপন পরিষদের নব-নির্বাচিত সভাপতি রনজিত সাহা টাবলু বলেন, ৩৫টি পূজা মন্ডপ নিয়ে সকল মন্ডপের কমিটি এবং স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এবার বাড়তি নিরাপত্তা বেষ্টনী তৈরির জন্য আমরা লাকসাম উপজেলার প্রতিটি রাজনৈতিক দলের সাথে আমাদের কমিটি নিয়ে আলোচনা সম্পন্ন করেছি।
এ বিষয়ে লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে জানান, সার্বক্ষনিক নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় একটা মনিটরিং সেল থাকবে। পূজা মন্ডপে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করবে এই টিম। এছাড়াও এবারও ৫শ’ টন চাল সরকারিভাবে প্রত্যেক মন্ডপের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়–য়া জানান, সকল পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরা করা হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক এ মন্ডপগুলোতে টহলরত থাকবে। এছাড়াও প্রশাসনের যৌথ নিরাপত্তা টিম সার্বক্ষনিক কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com