নিজস্ব প্রতিনিধি\ লাকসাম উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত সোমবার (৫ই মে) ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পরিবারের চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে তিন মৌসুমের জন্য ২২ প্রকারের শাকসবজির বীজ, ৬টি ফলের চারা, ৪০ কেজি জৈব সার, সেচ দেয়ার ঝাঁঝরি, বীজ সংরক্ষণের পাত্র, বেড়া দেয়ার নেট এবং সাইনবোর্ড বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপকরণ বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদ এবং সংশ্লিষ্ট বøকের উপসহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com