প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
লাকসাম উপজেলার বিজরা ও মুদাফফরগঞ্জ বাজারে ব্যাপক উচ্ছেদ অভিযান!

ষ্টাফ রিপোর্টার॥ লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ-এর নের্তৃত্বে ২০শে আগষ্ট বুধবার দিনব্যাপী চাঁদপুর-লালামাই সড়কে মুদাফ্ফরগন্জ ও বিজরা বাজার এলাকায় ব্যাপক অবৈধ দখলীয় স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমর তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
এসময় বিজরা বাজারে প্রায় ২০০টি এবং মুদাফরগঞ্জ বাজারে প্রায় ৩০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ ছাড়াও লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, রোডস অ্যান্ড হাইওয়ের প্রকৌশলী মো. আদনান ইবনে হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে নকশার এলাইনমেন্ট অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ভবিষ্যতে কেউ পুনর্দখল করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, বিপুল পরিমাণ পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতিতে নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে স্থানীয়দের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে এলাকাবাসীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এসব দোকান আবার পুনর্দখল হতে পারে। অন্যদিকে উচ্ছেদকৃত ব্যবসায়ীরা দাবি করেন, হঠাৎ উচ্ছেদে তারা বেকার হয়ে পড়েছেন, তাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া আবশ্যক। Photo Courtesy: durbeen news24
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.