ষ্টাফ রিপোর্টার\ আগামী ৮ই মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে কুমিল্লা জেলার ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে- লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও মেঘনা। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট ইউনুছ ভ‚ঁইয়া (আনারস), এড বিকাশ চন্দ্র সাহা (দোয়াত কলম) ও শম্ভু সাহা (কাপ-পিরিচ), ভাইস চেয়ারম্যান পদে মহব্বত আলী (তালা) ও আলমগীর হোসেন (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পড়সী সাহা (পদ্মফুল) ও মিতা সাহা (চেয়ার) প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইউনুছ ভ‚ঁইয়া প্রতীক বরাদ্ধের পর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ধারাবাহিকভাবে উঠান বৈঠক করে চলেছেন।
একইভাবে ভাইস চেয়ারম্যান পদে মহব্বত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পড়সী সাহা গনসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। নির্বাচনে অন্য প্রার্থীদের তেমন প্রচারনা দেখা না গেলেও এলাকাভিত্তিক মাইকিং হচ্ছে। সম্প্রতি লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন, চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুছ ভ‚ঁইয়া। মঞ্চে উপবিষ্ট ভাইস চেয়ারম্যান প্রার্থী মহব্বত আলী, পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, পৌরসভা আওয়ামী লীগর সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com