ষ্টাফ রিপোর্টার\ আজ ৮ই মে বুধবার কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের এ নির্বাচনে লাকসাম উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইউনুস ভুঁইয়া (আনারস), এডভোকেট বিকাশ চন্দ্র সাহা (দোয়াত কলম) এবং শম্বু সাহা (কাপ পিরিচ) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহব্বত আলী (তালা) ও আলমগীর হোসেন (উড়োজাহাজ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়সী সাহা (পদ্মফুল) ও মিতা সাহা (প্রজাপতি) প্রতীক নিয়ে প্রদিদ্ব›িদ্বতায় রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭৫ জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫৭৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৫শ’ জন।
অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন (আনারস), আবদুল মান্নান চৌধুরী (ঘোড়া) ও আফরোজা কুসুম (দোয়াত কলম) প্রতীকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম (তালা) ও মনিরুজ্জামান (টাইপ রাইটার) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের প্রভাষক শিরিন আক্তার মুক্তা (প্রজাপতি) ও বিলকিস আক্তার (ফুটবল) প্রতীকে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস ষুত্রে জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯৭২ জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৬১ জন।
সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনিকভাবে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com