নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসাম থেকে হারিয়ে যাওয়ার ১২দিনেও কিশোর মো. সজনের (১৩) এর সন্ধান মিলেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তার সন্ধান না পাওয়ায় দুচিন্তায় পড়েছে তার পরিবার। নিখোঁজ সজন মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে। বর্তমানে তারা লাকসাম হাউজিং এস্টেট এলাকায় বসবাস করেন। এ বিষয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ সজনের পরিবার জানায়, গত ১৯শে জুন সজন লাকসাম বাইপাস থেকে নিখোঁজ হয়। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বøু কালারের টি-শার্ট ও বøু কালারের জিন্স প্যান্ট।
তারা আরও জানায়, হারিয়ে যাওয়ার পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাইনি। তাকে না পেয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রæত তার সন্ধান নিশ্চিত করবে বলে আমরা প্রত্যাশা করছি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এ বিষয়ে সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করে বলেন, হারিয়ে যাওয়া কিশোরের সন্ধান নিশ্চিতে পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com