ষ্টাফ রিপোর্টার\ লাকসাম প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গত বৃহস্পতিবার প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের ৩য় তলায় স্কাই লাউন্স পার্টি সেন্টারে পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো- সাংবাদিকদের মাঝে পাঞ্জাবি, ক্যাপ এবং নারী সাংবাদিকদের বোরকা ও ক্যাপ বিতরণ, বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের সকল সাংবাদিকের সমন্বয়ে একটি বর্ন্যাঢ্য র্যালী লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এরপর কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, দোয়া মোনাজাত করা হয় এবং পায়রা উড়িয়ে ও কেক কেটে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রেস ক্লাবের নতুন লগো উম্মোচন করা হয়। দুপুরে নামাজের পর মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও নবীন সদস্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় ও আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, আবদুল মান্নান মজুমদার, শাহ মো. নুরুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেসক্লাব সদস্যদের পরিবারবর্গ অনুষ্ঠানটি উপভোগ করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লাকসাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com