কাজী মাসউদ\ গত বুধবার (৫ই জুন) লাকসাম মডেল নার্সিং কলেজে ২০২৩-২৪ সেশনে বিএসসি ইন নার্সিংবেসিক, বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক ও ডিপ্লোমা ইন নার্সিংসাইন্স এন্ড মিডওয়াইফারিসহ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মাননায় নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটি। লাকসাম পৌরশহরের বাইপাস এলাকায় আপস টাওয়ারে ২০১৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। অধ্যক্ষ শিফাত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ভাইস চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক (আবু), ডাঃ মন্জুমা আক্তার। বক্তব্য রাখেন, উক্ত নার্সিং কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য হাফেজ আবদুল আলী, শিক্ষিকা মারিয়া আক্তার (পান্না) ও শিক্ষার্থী আঁখি বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি হারুন অর রশিদ বলেন, নার্সিং পেশা একটি সেবামুলক পেশা। নার্সগনের ভালো ব্যবহারেই একজন রোগী দ্রæত সুস্থ হয়ে ওঠে। কলেজ অধ্যক্ষ শিফাত হোসাইন বলেন, অন্যান্য পেশায় কর্মসংস্থানের অভাব থাকলেও নার্সিং পেশায় প্রচুর কর্মসংস্থানের চাহিদা রয়েছে। দেশে এখনো প্রায় দুই লাখ নার্সের ঘাটতি রয়েছে। ক্যারিয়ার গড়তে এই পেশায় আসার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com